অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর।। ২০২৪ সালের আগে নিম্ন ও মধ্য আয়ের দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্পের ব্যর্থতায় এ ঝুঁকি বেড়েছে বলে এ সংক্রান্ত একটি নথির বরাত দিয়ে বুধবার রয়টার্স এ খবর জানায়। সূত্রটি প্রকাশ করে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্পের মাধ্যমে বিশ্বব্যাপী দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলোতে করোনা ভ্যাকসিন সরবরাহের আন্তর্জাতিক পরিকল্পনা করা হয়েছিল।
২০২১ সালের মধ্যে এ প্রকল্পে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ৯১টি দেশে দুই বিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহ করার কথা ছিল। তবে, কোভ্যাক্স প্রকল্পের কর্তাব্যক্তিদের মতে তহবিলের অভাব, সরবরাহ ঝুঁকি ও চুক্তি সংক্রান্ত জটিলতার কারণে এ লক্ষ্য অর্জন অসম্ভব মনে হচ্ছে। বিশ্বব্যাপী করোনা ভ্যাকসিন কার্যক্রমের জন্য সরকার, ওষুধ প্রস্তুতকারক, দাতা সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (গ্যাভি) এর একটি নথিতে বলা হয়েছে, ‘একটি সফল কোভ্যাক্স প্রকল্প প্রতিষ্ঠায় ব্যর্থতার ঝুঁকি খুব বেশি বেড়ে গেছে। ‘
গ্যাভি কোভ্যাক্স প্রকল্পে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করছে। গ্যাভির এই প্রতিবেদন ও অন্যান্য নথিগুলো নিয়ে বর্তমানে গ্যাভি বোর্ড সভায় আলোচনা চলছে।ওই নথিতে বলা হয়েছে, এই ব্যর্থতার কারণে ২০২৪ সালের আগে দরিদ্র দেশগুলোর জনগণের জন্য করোনা ভ্যাকসিন সরবরাহ করা সম্ভব নাও হতে পারে।