স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৬ ডিসেম্বর।। ৪৭ আমবাসা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মার ৬১ তম জন্মদিন আজ। বিধায়কের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপির কর্মকর্তারা।
তারই অঙ্গ হিসেবে বুধবার বিকেলে আমবাসা কালিবাড়ি নাটমন্দিরে বিজেপি ওবিসি মোর্চা ধলাই জেলা কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন আমবাসা এলাকার রিস্কা শ্রমিকদের মধ্যে এ শীতবস্ত্র প্রদান করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরিমল দেববর্মা, আমবাসা মণ্ডল কমিটির সভাপতি সন্দীপ পাল, বিজেপি ধলাই জেলার সহ-সভাপতি মৃদুল দত্ত, ওবিসি মোর্চার ধলাই জেলার সভাপতি গোপাল সূত্রধর সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই অনুষ্ঠানে প্রায় ৪০ জন রিক্সা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়।