ঘন কুয়াশা, ৩১ জানুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন বাতিল

অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর।। উত্তর ভারতজুড়ে ঘন কুয়াশার দাপট। ভোরের দিকে ঘন কুয়াশায় হারিয়ে যাচ্ছে দৃশ্যমানতা। এর ফলে আজ ১৬ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন বাতিল করল ভারতীয় রেল। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।

রেলের পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।উত্তর পূর্ব রেলের সিপিআরও পঙ্কজ কুমার জানিয়েছেন, ভারতীয় রেল ১৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি একাধিক ট্রেন বাতিল করেছে৷ এর মধ্যে গোরক্ষপুর-আনন্দ বিহার টার্মিনাস (ট্রেন সংখ্যা ০২৫৭১) ১৬ ডিসেম্বর, ২০, ২৩, ২৭ ও ৩০ এবং জানুয়ারির ৩, ৬, ১০, ১৩, ১৭, ২০, ২৪, ২৭ ও ৩১ এই ট্রেনটি চলবে না। এর মধ্যে সমস্ত বুধবার ও রবিবার বাতিল থাকবে৷

অন্যদিকে আনন্দ বিহার টার্মিনাস-গোরক্ষপুর (ট্রেন নম্বর ০২৫৭২) ১৭, ২১, ২৪, ২৮, ৩১ ডিসেম্বর ও ৪, ৭, ১১, ১৪, ১৮, ২১, ২৫ ও ২৮ জানুয়ারি বাতিল করা হয়েছে। এর মধ্যে সমস্ত রবিবার ও বৃহস্পতিবার বাতিল থাকবে ট্রেন৷
আংশিকভাবে বাতিল করা হয়েছে গোরক্ষপুর- কানপুর আনোয়ারগঞ্জ (ট্রেন নম্বর ০৫০০৪)। ১৬ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ রামবাগ থেকে কানপুর পর্যন্ত ট্রেনটির যাত্রা বাতিল।

উল্টোদিকে কানপুর আনওয়ারগঞ্জ- গোরক্ষপুর (ট্রেন নম্বর ০৫০০৩) ১৬ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত কানপুর আনওয়ারগঞ্জ- প্রয়াগরাজ রামবাগের মধ্যে বাতিল থাকবে৷ এছাড়া কৃষক আন্দোলনের জেরে বেশে কিছু ট্রেন বাতিল হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?