করোনার টিকা কোভ্যাকসিনের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই, জানাল ভারত বায়োটেক

অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর।। করোনার টিকা কোভ্যাকসিন মানবদেহে খুব ভাল কাজ করছে। এই ভ্যাকসিন প্রয়োগে কোনও জটিল পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। ভ্যাকসিন দেওয়ার পর শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে। বৃহস্পতিবার এই কথা জানাল কোভ্যাকসিনের নির্মাতা সংস্থা ভারত-বায়োটেক।এদিন কোভ্যাকসিনের প্রথম পর্বের পরীক্ষার রিপোর্ট প্রকাশ করে সংস্থা। দেশের ১৮টি জায়গায় টিকার পরীক্ষা করেছিল এই সংস্থা।

২২ হাজার স্বেচ্ছাসেবককে দুটি ডোজ দেওয়া হয়। এই মুহূর্তে দুই পর্বের পরীক্ষা শেষ করে তৃতীয় ও চূড়ান্ত স্তরের পরীক্ষা চালাচ্ছে হায়দরাবাদের এই সংস্থা। প্রতিটি পর্বের পরীক্ষার ফলাফল জমা দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ ভ্যাকসিন রেগুলেটরি কমিটির কাছে। ওই কমিটি প্রথম পর্বের পরীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে। ভারত বায়োটেকের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের তৈরি টিকার ডোজে বি-কোষ সক্রিয় হয়ে শরীরে অ্যান্টিবডি তৈরি করছে। কোনও স্বেচ্ছাসেবকের শরীরেই জটিল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। যেটুকু পার্শ্ব-প্রতিক্রিয়া হয়েছে তা খুবই সামান্যই।

আর পাঁচটা টিকার ক্ষেত্রেও এ ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। কয়েকজন স্বেচ্ছাসেবকের টিকা নেওয়ার পর হালকা জ্বর ও মাথা ব্যথা হয়েছিল। কারও কারও সূচ ফোটানোর জায়গাটি সামান্য ফুলে ছিল। এছাড়া কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। উল্লেখ্য, সংস্থা আগে দাবি করেছিল বিভিন্ন প্রাণীর শরীরেও তাদের টিকা ভাল কাজ করেছে। কলকাতাতেও ভারত বায়োটেকের টিকার পরীক্ষা চলছে। নাইসেডে ১০০০ স্বেচ্ছাসেবকের উপর টিকার দু’টি ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জরুরি ভিত্তিতে টিকা নিয়ে আসার জন্য আবেদন জানিয়েছিল ভারত বায়োটেক। যদিও তাদের সেই আবেদন খারিজ করে দিয়েছে কেন্দ্রের ড্রাগ নিয়ামক সংস্থা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?