অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর।। ২০২১-এর জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই তেলেঙ্গানায় করোনার টিকাকরণ শুরু হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হল। প্রথম পর্যায়ে ৮০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে।
রাজ্যের জনস্বাস্থ্য দফতরের ডিরেক্টর শ্রীনিবাস রাও বুধবার বলেছেন, গত একমাস ধরে রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে। টিকাকরণ তাই অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
টিকা যখন বাজারে এসে গিয়েছে তখন আর দেরি করতে চায় না সরকার। জানুয়ারি মাসের মাঝামাঝি থেকেই টিকা দেওয়া হবে। এ ব্যাপারে একটি নির্দেশিকা তৈরি হচ্ছে।
৮ থেকে ১০ দিনের মধ্যেই মানুষকে প্রথম ডোজ দেওয়া হবে। দ্বিতীয় ডোজ দেওয়া হবে তার চার সপ্তাহ পর।