চলতি মাসে পরপর দু’বার বাড়ল রান্নার গ্যাসের দাম

অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর।। চলতি মাসে পরপর দু’বার বাড়ল রান্নার গ্যাসের দাম। প্রথম দফায় ২ ডিসেম্বর সিলিন্ডার প্রতি ৫০ টাকা দাম বেড়েছিল। দ্বিতীয় দফায় ১৬ ডিসেম্বর আরও ৫০ টাকা দাম বাড়ল ভর্তুকিহীন সিলিন্ডারের। বৃহস্পতিবার দাম বৃদ্ধির ফলে কলকাতায় ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম হল  ৭২০.৫০ টাকা। তবে শুধু গ্যাসের দাম বাড়ানোই নয়, বেড়েছে বিমানের জ্বালানির দামও। বিমানের জ্বালানির ক্ষেত্রে দাম বেড়েছে ৬.৩ শতাংশ। বাণিজ্যিক কাজে ব্যবহৃত ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৩৮৭.৫০ টাকা।

পক্ষকালের মধ্যে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি হওয়ায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্যাসের দাম বৃদ্ধির এই কেন্দ্রীয় সিদ্ধান্তকে ‘অমানবিক’ বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য গত কয়েক মাস ধরে সিলিন্ডার পিছু ভর্তুকির পরিমাণ অনেকটাই কমিয়েছে কেন্দ্র। চলতি মাসের প্রথমেই গ্যাসের দাম বাড়লেও কিন্তু ভরতুকির পরিমাণ একই রয়েছে বলে অভিযোগ।

অর্থাৎ গ্রাহকদের একটি সিলিন্ডার কিনতে অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে। কেন ভরতুকির অঙ্ক বাড়েনি তা নিয়ে কেন্দ্রের পক্ষ থেকে একটি শব্দও খরচ করা হয়নি।করোনাজনিত কারণে এমনিতেই প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই বেড়েছে। তার উপর এক মাসে গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১০০ টাকা বাড়ায় সাধারণ মানুষের উপর চাপ যে আরও বাড়বে তা না বললেও চলে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?