করোনায় জবুথবু ইউরোপে আসছে ক্রিসমাস

অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর।। করোনা মহামারির সংক্রমণের মধ্যেই ইউরোপে পালিত হতে যাচ্ছে ক্রিসমাস। এ বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তারা ইউরোপবাসীকে মাস্ক পরে ক্রিসমাস উদ্‌যাপনের পরামর্শ দিয়েছে। ডিসেম্বরের ২৫ তারিখ ইউরোপে ক্রিসমাস পালিত হবে। তাদের মতে, ইউরোপ এখন নতুন করে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছে। উচ্চ সংক্রমণ প্রবণতার কারণে ক্রিসমাস উদ্‌যাপনের ফলে নতুন বছরের শুরুতে করোনা আরো ছড়িয় পড়তে পারে।

ইউরোপ ও যুক্তরাষ্ট্রে প্রতিদিনই নতুন করে কয়েক হাজার মানুষ নভেল করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছে। মৃত্যু হচ্ছে কয়েক শ মানুষের। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জার্মানিতে বিধিনিষেধের কড়াকড়ি শুরু হয়েছে। সেখানে সুপার মার্কেট ও ব্যাংক ছাড়া অন্য প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এ লকডাউন। ইউরোপের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় ইতালি। তারা বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একসঙ্গে তাদের দেশে এত পরিমাণ মানুষের মৃত্যু হলো। ফ্রান্সেও চলছে লকডাউন। সেখানে কারফিউ জারি করা হয়েছে প্রায় বারো ঘণ্টার। ২০ জানুয়ারি পর্যন্ত ফ্রান্সে লকডাউন চলবে। নেদারল্যান্ডস এ ঘোষণা করা হয়েছে পাঁচ সপ্তাহের লকডাউন।

তবে ক্রিসমাসের তিন দিন লকডাউন কিছুটা শিথিল করবে দেশটি। যুক্তরাষ্ট্রে পাব এবং রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। বিনোদন কেন্দ্রগুলোও বন্ধ রাখতে বলা হয়েছে। লিথুনিয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে। অতি প্রয়োজন ছাড়া অভ্যন্তরীণ শহরগুলোতে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। অস্ট্রিয়া বিভিন্ন বিধি-নিষেধের পরিকল্পনা করছে। ডেনমার্কে চলছে আংশিক লকডাউন। এর মধ্যে এখনো করোনার টিকাদান শুরু হয়নি ইউরোপে। তবে আগামী সপ্তাহে তা শুরু হবে বলে ইউরোপীয় ইউনিয়ন থেকে জানানো হয়েছে। বুধবার এক বিবৃতিতে ডব্লিউএইচও বলে, ক্রিসমাস উপলক্ষে ইউরোপজুড়ে পারিবারিকভাবে জনসমাগম তৈরি হবে। যা করোনার সংক্রমণ বাড়াবে।

তারা এ পরিস্থিতি ব্যক্তিগতভাবে সবাইকে মাস্ক পরার ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানায়। তারা বিবৃতিতে বলে, বন্ধু ও পরিবারের সঙ্গে থাকার সময় মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখা হয়তো অস্বস্তিকর। তবে নিজের এবং অন্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এর বিকল্প নেই। তারা আরো বলে, নাজুক অথবা বয়স্ক ব্যক্তিদের পক্ষেও এসব পালন করা কষ্টের। তবে সবার ভালোর জন্য এর বিকল্প কিছু নেই। বিবৃতিতে গণপরিবহন ও জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?