অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর।। কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে অব্যাহত কৃষক বিক্ষোভ। নিজেদের দাবি আদায়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন কৃষকরা। সেই আবেদনের শুনানিতে বুধবার শীর্ষ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে।
এদিন প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চে বলেছে, ‘অবিলম্বে আলোচনার মাধ্যমে সমাধান না হলে কৃষক আন্দোলন অচিরেই জাতীয় সমস্যা হয়ে উঠবে।’ কেন্দ্রের তরফে ইতিমধ্যেই কৃষকদের আশ্বাস দেওয়া হয়েছে নয়া আইনে কৃষকদের সুবিধা হবে, প্রয়োজনে আইনে সংশোধন করা হবে।
কিন্তু কেন্দ্রের এই আশ্বাসে রাজি নন কৃষকরা। তাঁরা আইন প্রত্যাহারের দাবিতে অনড়। এদিন এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলেছে, ‘কেন্দ্রের আশ্বাসে যখন কৃষকদের উপর নেতিবাচক প্রভাব পড়ছে তখন এই আশ্বাসের মানে কী?’ উল্লেখ্য, কৃষকদের সঙ্গে কেন্দ্রের ছ’দফা বৈঠকের পরেও মেলেনি কোনও সমাধান সূত্র।
এবিষয়ে এদিন প্রধান বিচারপতি বলেন, ‘এভাবে চললে আলোচনা ব্যর্থ হবে। কৃষকরা রাজি হবেন না। এমন একটি নাম বলুন যিনি আলওচনায় আস্তে পারেন’। সমস্যার সমাধানে সব পক্ষের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গড়ারও পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।