অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। বিটিআর এর নবগঠিত পরিষদকে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করে মাটি – ভিটে, কৃষ্টি – সংস্কৃতি, ভাষা সাহিত্য, ঐতিহ্য সংরক্ষণের দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করতে হবে। বিটিআর অঞ্চলে বসবাসকারী – বরো, অসমীয়া, বাঙালি, নেপালী, মুসলিম, আদিবাসী ও সর্ব শ্রেনীর জনসাধারণের প্রতি সম দৃষ্টি রেখে সর্বদা উন্নয়নের কাজে ব্রতী হতে হবে নতুন পরিষদকে। একথা বলেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ।
মঙ্গলবার সকালে কোকড়াঝাড়ের বডোফানগরে গ্রিন ফিল্ডে প্রায় লক্ষাধিক জনসাধারণের উপস্থিতিতে বিটিআর – এর মুখ্য কার্যনির্বাহী সদস্য পদে প্রমোদ বড়োর শপথ গ্রহণের অনুষ্ঠানের পর ভাষন দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ভাষনের তিনি আত্মসমর্পণকারী এনডিএফবি সদস্যের কর্মসংস্থানের জন্য খুব শীঘ্রই ৬০ হাজার কোটি টাকার এক প্যাকেজ ঘোষণা করা হবে বলে ও ঘোষণা করেছেন । মুখ্যমন্ত্রী বলেন, প্রমোদ বড়োর নেতৃত্বাধীন বিটিআর প্রশাসন এই অঞ্চলের অর্থ – সামাজিক উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে ।
বডোফা উপেন্দ্রনাথ ব্রহ্মের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী বলেন, এই মহান নেতা বড়ো জাতির শক্তিশালী পরিচয় তুলে ধরেছিলেন। এই নেতা কর্তৃক গৃহীত পদক্ষেপে – সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে বড়ো জাতি আজ ও উন্নত হচ্ছে। বিটিআর অঞ্চলে বড়ো জনগোষ্ঠীর পাশাপাশি অন্য জনগোষ্ঠীর জনসাধারণ এবং শান্তিপূর্ণ এবং গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটদান করবে বিটিআর এ নতুন পরিষদীয় প্রশাসনকে বসিয়েছেন। এর জন্য তিনি জনসাধারণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
নতুন মুখ্য কার্যনির্বাহী সদস্য বড়োর কার্যকাল সফল হোক কামনা করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আশা ব্যক্ত করে বলেন, বিটিআর এর নবগঠিত পরিষদ কোকরাঝাড়, চিরাং, বাকসা এবং ওদালগুড়ি জেলার সকল জাতি – জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। প্রমোদ বড়ো এদিন সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত ও শান্তি এবং উন্নয়নের বিটিআর গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করেছেন।
তিনি বলেন, বড়োভুমিতে এখন ভয় ও শঙ্কার অবসান ঘটেছে। বিটিআর এর চার জেলা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, জৈব বৈচিত্রের মহাস্হল ।তাই এই অঞ্চলকে বিশ্বের অন্যতম সুন্দর অঞ্চল গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলকে পর্যটকদের আকর্ষন স্হল হিসেবে গড়ে তুললে দেশ – বিদেশ থেকে বহু পর্যটক আসবেন।
তাই স্বমন্বয় এবং ভাতৃত্ববোধের বাঁধনে শক্তিশালী বিটিআর গড়ে তোলার জন্য সকলকে সন্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি বলেন, সশস্ত্র সংগ্রামের পথ ছেড়ে এনডিএফবি – র সদস্যেরা অহিংসার পথ বেছে নিয়ে সমাজের মূল স্রোতে এসে গনতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণ করেছেন।
আত্মসমর্পণকারী এনডিএফবি – র সদস্যদের পুনসংস্হাপন দেওয়া হবে ।তাই শীঘ্রই ৬০ কোটি টাকার এক প্যাকেজ রিলিজ করে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তা ও বলেন আত্মসমর্পণকারী আদিবাসী, সাঁওতাল জনগোষ্ঠীর যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।