স্টাফ রিপোর্টার, কমলপুর, ১৬ ডিসেম্বর।। ধলাই জেলার কমলপুরের চন্দননগর সীমান্ত গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। সংবাদ সূত্রে জানা গেছে বাংলাদেশী গরু চোরের দল সীমান্ত দিয়ে এসে চন্দননগর সীমান্ত গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে যায়।গরুর মালিক সুদীপ দেব অভিযোগ করেছেন বিএসএফের গাফিলতির কারণেই সীমান্ত দিয়ে এসে গরু চোরের দল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যেতে সক্ষম হয়েছে।ঘটনার পর বিষয়টি বিএসএফের জওয়ানদের জয়ান বিএসএফ ঘটনা সম্পর্কে উদাসীনতার মানসিকতা দেখায়। তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গরুর মালিক সুদীপ দাস।
তিনি জানান বিএসএফ সক্রিয় থাকলে গরু চোর আটক করা সম্ভব হতো। সীমান্ত গ্রামের বাসিন্দা সুদীপ দেবের বাড়ি থেকে দুটি গরু চুরি করে নিয়ে গিয়েছিল।এর মধ্যে একটি গরু সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপার থেকে আটক করে নিয়ে আসতে সক্ষম হয়েছেন গরুর মালিক। এ ব্যাপারে কমলপুর থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।চন্দননগর সীমান্ত গ্রামে বসবাসকারী জনগণের অভিযোগ বিএসএফের উদাসীনতার কারণে সীমান্ত গ্রামে গরু চুরির সহ নানা ধরনের চুরির ঘটনা প্রতি নিয়ত ঘটে চলেছে।সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ জোরালো দাবি জানিয়েছেন।