বিধাতা তাঁর সৌভাগ্যের খাতে সেই অভাব পুষিয়ে দিয়েছেন

অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর।। সাধারণের চেয়ে কোনও দিক থেকে একটু অন্যরকম হলে সমাজে উপহাসের শিকার হতে হয়। বিশেষ করে উপহাসের লক্ষ্যে থাকেন সেই সব মানুষেরা যাঁরা শারীরিক দিক থেকে অন্যের চেয়ে মোটা বা রোগা, লম্বা বা খাটো! কিন্তু উচ্চতায় মাত্র ২ ফুট হওয়া সত্ত্বেও সৌভাগ্যবশত মহারাষ্ট্রের নাগপুরের জ্যোতি কিসানজি অমগেকে বিদ্রুপের শিকার হতে হয়নি।

বরং তাঁকে রীতিমতো সেলিব্রিটির তকমাই দিতে হয়! জ্যোতি আজ পা রাখলেন ২৭ বছরে। ২৭ বছরে হয় তো এই দুনিয়ার অনেক খারাপ কিছুই তাঁকে দেখতে হয়েছে, শুনতেও হয়েছে। কিন্তু এর পাশাপাশিই তাঁর প্রাপ্তির ভাড়ারটি বেশ সুন্দর ভাবে পূর্ণ। শারীরিক দিক থেকে অভাব রাখলেও বিধাতা তাঁর সৌভাগ্যের খাতে সেই অভাব পুষিয়ে দিয়েছেন।

শারীরিক উচ্চতার জন্য জ্যোতি তকমা পেয়েছেন বিশ্বের ক্ষুদ্রকায়া নারীর, যা তাঁকে দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। কিন্তু এ ছাড়াও তাঁর দিকে মনোযোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। ২৭ বছরের যাত্রাপথে সেই স্বীকৃতির তালিকায় চোখ রাখার আগে একটু জ্যোতির শারীরিক সমস্যার দিকটা না জানলেই নয়।

জ্যোতির মা রঞ্জনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মেয়ের যখন পাঁচ বছর বয়স, তখন এই শারীরিক ত্রুটির দিকটা তাঁদের চোখে ধরা পড়ে। পাঁচ বছরের শিশুর তুলনায় জ্যোতির বৃদ্ধি ছিল উল্লেখযোগ্য রকমের কম। এরপর তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। জানা যায়, তিনি অ্যাকনড্রপলাসিয়া নামের এক বিশেষ বামনত্ব রোগের শিকার।

এই রোগে আক্রান্তদের উচ্চতা একটা নির্দিষ্ট সীমার পরে আর বাড়ে না। জ্যোতি তাই ২ ফুটেই সীমাবদ্ধ রইলেন, মায়ের দেওয়া এই তথ্যকে সমর্থন করেছে গিনেস বুকও।পাশাপাশি গিনেস বুক মারফত আরও জানা গিয়েছে, জন্মের সময়ে জ্যোতির শারীরিক ওজন যা ছিল, তার পরে তাঁর ওজন বেড়েছে মাত্র ৪ কেজি!

গিনেস ওয়ার্ল্ডে নাম না থাকলে জ্যোতির পরিণতি কী হতে পারত, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। কিন্তু এই সূত্রে তিনি নানা টিভি শোয়ে সগৌরবে উপস্থিত হয়েছেন। তিনি মুখ দেখিয়েছেন মিকা সিংয়ের গানের ভিডিওয়। তাঁকে নিয়ে আলাদা করে একটি তথ্যচিত্রও তৌরি হয়েছে, যার নাম টু ফুট টল টিন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?