স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ ডিসেম্বর।। দিন-দুপুরে আগরতলা শহর এলাকায় গাড়ি চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়েছে এক কুখ্যাত চোর। আটক অক্ষরের নাম সঞ্জয় সরকার। তার বাড়ি আড়ালিয়া এলাকায়।সংবাদ সূত্রে জানা গেছে দিনদুপুরে সঞ্জয় সরকার নামের ওই ব্যক্তি একটি গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তখন ঐ গাড়ির মালিক ঘটনাটি প্রত্যক্ষ করেন। গাড়ির মালিকের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।
গাড়িসহ ওই কুখ্যাত চোরকে তারা পাকড়াও করেন। উত্তেজিত জনতা তাকে আটক করে উত্তম-মধ্যম দেন। তাতে ওই চোর আহত হয়। তারপর খবর পাঠানো হয় মহারাজগঞ্জ আউটপোস্ট এর পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।সেখান থেকে কুখ্যাত চোর সঞ্জয় সরকারকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে।দিন-দুপুরে গাড়ি চুরি করার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
পুলিশ জানিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে এ ধরনের চুরির ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম ধাম প্রচারের চেষ্ঠা চালানো হচ্ছে। উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই এ ধরনের চুরির ঘটনা বেড়েই চলেছে। তাতে পুলিশও রীতিমতো উদ্বিগ্ন।