স্টাফ রিপোর্টার, নতুনবাজার, ১৬ ডিসেম্বর।। গোমতী জেলার নতুনবাজারের অরবিন্দ কলোনিতে একটি বাইক চুরি হয়েছে। বাইকের মালিকের নাম স্বপন সাহা।সংবাদ সূত্রে জানা গেছে বাইকের মালিক স্বপন সাহা রাত বারোটা নাগাদ বাইকটি বারান্দায় রেখে ঘুমিয়ে পড়েন। সকালবেলা ঘুম থেকে উঠে তিনি লক্ষ্য করেন বাইকটি বাড়িতে নেই। এ ব্যাপারে নতুন বাজার থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। নতুন বাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।তবে চুরি যাওয়া বাইক থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। বাইক চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে গত কয়েক মাস ধরে বাইক চুরির ঘটনা উপর্যপরি বৃদ্ধি পেয়েছে।এসব বাইক চুরি করে সীমান্তপথে বাংলাদেশের পাচার করা হচ্ছে।বাইক চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়েও নানা মনে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।এসব বিষয়ে পুলিশকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য দাবি উঠেছে।সীমান্তপথে এইসব চুরি করে নিয়ে যাওয়া বাইক বাংলাদেশে পাচার রোধে সীমান্তে বিএসএফের তৎপরতা ও নজরদারি বাড়ানোর জন্য দাবি উঠেছে।