স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ ডিসেম্বর।। চাকরিচ্যুত শিক্ষকরা গন অবস্থানে থেকে উঠে এবার মানববন্ধন কর্মসূচি পালন করলো। বুধবার জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০,৩২৩ সংগঠনের পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
পরে গণ অবস্থানে উপস্থিত বিমল সাহা জানান, গণঅবস্থানের দশম দিন পর্যন্ত শিক্ষা দপ্তরের কোন আধিকারিক এবং সরকার পক্ষ তাদের আশ্বাস দিতে গণঅবস্থানস্থলে আসেননি। কিন্তু এই গণঅবস্থান দিয়ে সরকারকে বার্তা দেওয়া হচ্ছে যে রাজ্যের চাকুরিচ্যুত শিক্ষকরা ঐক্যবদ্ধ আছে। চাকরিচ্যুত শিক্ষকদের স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে হবে সরকারকে।
একটা চাকরিচ্যুত শিক্ষকদের ন্যায্য দাবি। সরকার যদি দ্রুত কোন সুরাহার ব্যবস্থা না করে, তাহলে গনঅবস্থান থেকে বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেবে চাকুরিচ্যুত শিক্ষকেরা। পাশাপাশি তিনি আরো দাবি করেন, চাকরিচ্যুত শিক্ষকদের চাকুরি যায়নি।
প্রয়োজনে বিষয়টি সিবিআই তদন্ত পর্যন্ত নেওয়ার দাবি জানান তিনি। মানববন্ধন কর্মসূচিতে কেন্দ্র করে প্যারাডাইস চৌমুহনি থেকে মেলারমাঠ পর্যন্ত শত শত গাড়ি আটকে পড়ে। পথচারিদের দুর্ভোগ চরমে উঠে।