কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ চলছে : খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার , আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ কমলপুর মহকুমার দুর্গাচৌমুহনী আর ডি ব্লকের মানিকভাণ্ডার পঞ্চায়েত বাজারে আজ নবনির্মিত কিষাণ শেডের উদ্বোধন হয়েছে৷ সীমান্ত উন্নয়ন প্রকল্পে নির্মিত এই কিষাণ শেডের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব৷ এই শেড নির্মাণে ব্যয় হয়েছে ১২ লক্ষ ১৪ হাজার ৯৮৪ টাকা৷

কিষাণ শেডের উদ্বোধন করে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, বাজার এলাকার উন্নয়নে কিষাণ শেড এক নবতম সংযোজন৷ কেন্দ্রীয় সরকারের সহায়তায় রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে৷ কৃষকদের কাছে থেকে নূ্যনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করছে সরকার৷

তিনি বলেন, কমলপুরের ক্যইন প্রজাতির আনারস ইতিমধ্যে রাজ্যের বাইরে এমনকি দেশের বাইরেও বাজারজাত হচ্ছে৷ আগামীদিনে কমলপুরের লেবু, সুুপারিও বিদেশে বাজারজাত হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ অনুষ্ঠানে তিনি আরও বলেন, বহুমুখী পরিকল্পনায় বিদ্যৎ, পানীয়জল, সড়ক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের উন্নয়নে সরকার কাজ করছে৷

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাচৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস, ভাইস চেয়ারম্যান তাপস পাল, দুর্গাচৌমুহনী আর ডি ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী৷ সভাপতিত্ব করেন মানিকভাণ্ডার পঞ্চায়েতের উপপ্রধান শশধর সেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?