স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৪ ডিসেম্বর।। ৭ই ডিসেম্বর থেকে রাজ্যের ডিগ্রি কলেজ গুলোতে ৩য় সেমিস্টারের ছাত্র ছাত্রীদের ভর্তি নেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে । অভিযোগ উঠেছে উদয়পুর নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে তুলনামূলকভাবে অধিক ফী নেওয়া হচ্ছে বলে । কলা বিভাগের পাস এবং অনার্সে (ষান্মাসিক কোর্স)যথাক্রমে ২৯৩ টাকা ও ২৯৫ টাকা ,আবার বিজ্ঞান বিভাগের পাস এবং অনার্সের(ষান্মাসিক) কোর্সের ক্ষেত্রে যথাক্রমে ৪২৩ টাকা এবং ৪২৫ টাকা করে নেওয়া হচ্ছিলো ।
অভিযোগ পেয়ে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হস্তক্ষেপে সমস্যা সমাধানের জন্য অধ্যক্ষার সাথে যোগাযোগ করলে অধ্যক্ষা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে বলে ছাত্র নেতাদের আশ্বাস দেন । এই সম্পর্কে এবিভিপি কলেজ ইউনিট এর পক্ষ থেকে কলেজ কলেজ অধ্যক্ষাকে একটি স্মারক লিপি প্রদান করেন । পরবর্তীতে তাদের দাবী মেনে বিজ্ঞান এবং কলা উভয় বিভাগের ক্ষেত্রে ফি কমিয়ে ৮৭ টাকা এবং ৮৫ টাকা করা হয়। যাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়েছে তাদের কাছে আবার দায়িত্ব সহকারে ফি ফেরত দেওয়ার কথাও বলা হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবক মহলে উৎসাহ পরিকল্পিত হয় ।