স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ ডিসেম্বর।। রাজ্যের অন্যান্য পি.এস.ইউ-র ন্যায় ত্রিপুরা জুট মিল কর্মচারীদের বেতন ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন, পেনসনার্স ওয়েলফেয়ার সোসাইটি অফ টি.জে.এম.এল ডাই-ইন-হারনেস এন্ড পেনসনার্স ওয়েলফেয়ার সোসাইটি ত্রিপুরা জুটমিল কর্মচারী আইনি পরামর্শ কমিটি সম্মিলিত ভাবে ২ ঘণ্টার গনধর্না সংগঠিত করে জুট মিলের মেইন গেইটে। এইদিনের গনধর্নায় উপস্থিত ছিলেন যৌথ কমিটির কনভেনার ধন মনি সিং।
তিনি জানান তারা দীর্ঘ দিন ধরে রাজ্যের অন্যান্য পি.এস.ইউ-র ন্যায় ত্রিপুরা জুট মিল কর্মচারীদের বেতন ভাতা প্রদানের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। এইনিয়ে হাইকোর্ট ও সুপ্রিমকোর্টে বেশকয়েকটি মামলা হয়। সেই মামলা গুলিতে রায় ওনাদের পক্ষে আসে। কিন্তু বর্তমানে সরকার সেই রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করেছে। তিনি আরও জানান বর্তমান সরকারের সাথে তারা অনেকবার আলোচনা করার জন্য চেষ্টা চালিয়েছেন। কিন্তু আলোচনা করতে পারেন নি। তাই বাধ্য হয়ে পুনঃরায় আন্দোলন শুরু করেছেন তারা।