স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ ডিসেম্বর।। করোনা ভাইরাসের প্রকোপের জেরে দীর্ঘ দিন ধরে রাজ্যের স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ ছিল। এতে করে ছাত্র-ছাত্রিদের কিছুটা হলেও ক্ষতি হয়েছে। তবে হাইপাওয়ার কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৭ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় গুলিতে দশম ও দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু হয়েছে। একই সাথে কলেজ গুলিতেও পঠন পাঠন শুরু হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে বিদ্যালয়ে পঠন পাঠন শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে দপ্তর থেকে। কিন্তু বিদ্যালয়গুলি সঠিক ভাবে চলছে কিনা তা খতিয়ে দেখতে প্রতি নিয়ত বিভিন্ন বিদ্যালয়গুলি পরিদর্শন করছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
মঙ্গলবার তিনি বোধজং উচ্চতর বালিকা বিদ্যালয় সহ আরও বেশ কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয় গুলিতে গিয়ে শিক্ষামন্ত্রী ছাত্র-ছাত্রিদের সাথে কথা বলেন। বিদ্যালয় খুলে দেওয়ার ফলে ভালো হয়েছে কিনা সেই বিষয়ে ছাত্র-ছাত্রিদের অভিমত জানেন তিনি। পাশাপাশি তিনি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলেন। পরে তিনি জানান ৭ ডিসেম্বর থেকে বিভিন্ন বিদ্যালয় গুলিতে দশম ও দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু করা হয়েছে। পাশাপাশি কলেজ গুলিতেও পঠন পাঠন শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে দশম ও দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু করা হয়েছে।
অনলাইনে ক্লাস চালু থাকলেও সরাসরি ক্লাস করতে না পারলে কিছুটা সমস্যা হয়। সেই জন্য স্কুল খুলে দেওয়া হয়েছে। তবে দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রিদের অভিভাবকদের সম্মতি নিয়ে বিদ্যালয়ে আসতে হবে। তার আগে বিদ্যালয় খোলা থাকলেও নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রিরা সাজেশন নেওয়ার জন্য বিদ্যালয়ে আসতে পারতো। কলেজ গুলি খুলে দেওয়া হলেও কোন দিন কোন ছাত্র-ছাত্রিদের ক্লাস হবে তা ঠিক করবে কলেজের অধ্যক্ষরা।