স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ ডিসেম্বর।। কাজ, খাদ্য, গণতান্ত্রিক অধিকার, নারী অধিকার সহ একাধিক অধিকারের দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির উদ্যোগে এক মিছিল সংঘটিত হয় মঙ্গলবার। মিছিলে বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্র সহকারের মানবাধিকার লংঘনের বিভিন্ন দিক তুলে ধরেন নারী নেত্রী ঝর্না দাস বৌদ্য। তিনি মিছিল শেষে জানান, কাজ, খাদ্য, গণতান্ত্রিক অধিকার, নারীর অধিকার গোটা দেশে লংঘন হচ্ছে।
তাই নারী সমিতি ১০ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত মানব অধিকার রক্ষার কর্মসূচি গ্রহণ করেছে। পাশাপাশি গোটা রাজ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কারণ কেন্দ্রীয় বিজেপি সরকার এবং রাজ্য বিজেপি সরকারের আমলে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। শ্রমিকদের অধিকার কেড়ে নেয়া হয়েছে। নারী সংক্রান্ত ঘটনা বেড়ে চলেছে। অপরাধীরা উন্মুক্ত হয়ে ঘোরাফেরা করছে।তাই মানুষের মানব অধিকার ফিরিয়ে আনতে সারা ভারত নারী সমিতি উদ্যোগী রাজ্য কমিটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এগিয়ে চলেছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন রেশন সামগ্রী বন্ধ হয়ে যাচ্ছে, রেগার কাজ মানুষ ১৫ দিনও পাচ্ছে না। মানুষ অভাব-অনটনে ভুগছে বলে সরকারি বিরুদ্ধে আঙ্গুল তোলেন তিনি। এইদিন মিছিলে নারীনেত্রী রমাদাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।