স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৪ ডিসেম্বর।। আয় দ্বিগুণ করার লক্ষ্যে, স্বনির্ভরতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন জম্পুইজলার কমলা চাষি খুশি রাম কলই এবং সুমেরু কলই। জম্পুইজলা ব্লকের জেলোয়াইপাড়া এলাকায় তাদের তৈরী কমলা বাগান আজ অনেকের কাছেই অনুকরণীয়। শুধু ব্যক্তিগত ভাবে নয়, রাজ্যের ভৌগলিক পরিস্থিতিতে যে কমলা চাষ একটি অর্থকরী ফলন হিসাবে প্রতিষ্ঠিত, তা আবারো প্রমাণ করলেন তারা।
সরকার তাদের সব ধরনের সাহায্য করার জন্য তৈরি। প্রসঙ্গত, ত্রিপুরার জলবায়ু কমলা চাষের অনুকূল বলে কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছেন। জম্পুইয়ে শুধুমাত্র কমলা চাষ হত ইতিপূর্বে। কিন্তু এখন রাজ্যের বিভিন্ন জায়গায় কমলা চাষ হচ্ছে। বড়মুড়া, আঠারমুড়াতে গত কয়েক বছর যাবত কমলা চাষ হচ্ছে। কমলা চাষ আগামীদিনে রাজ্যের অর্থনীতিকে আরও অক্সিজেন দেবে বলে আশা করা যায়।