অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা কর্মচারী ভবিষ্যনিধি তহবিলের সদস্যরা চলতি মাসেই তাঁদের সুদের টাকা পেয়ে যাবেন। এক সঙ্গেই তাঁরা সুদ বাবদ পুরো টাকায় পাবেন। এর আগে ধাপে ধাপে এই সুদ দেওয়ার কথা বলেছিল ইপিএফও। সংস্থার এই সিদ্ধান্তে প্রায় ছয় কোটি সদস্য উপকৃত হবেন। ইপিএফও-র সদস্যদের সুদ প্রদানের বিষয়ে সেপ্টেম্বর মাসে অছি পরিষদের বৈঠক হয়েছিল। ওই বৈঠকে পৌরহিত্য করেছিলেন শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোওয়ার। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ইপিএফও এবার দুই ধাপে সদস্যদের সুদ দেবে।
প্রথম প্রথম ধাপে ৮.১৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। পরবর্তী ক্ষেত্রে ০.৩৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। যদিও পরবর্তী ক্ষেত্রে শ্রমমন্ত্রক পূর্ব সিদ্ধান্ত থেকে সরে আসে। তারা সিদ্ধান্ত নেয়, সদস্যদের একই সঙ্গেই সুদ বাবদ পুরো টাকা মিটিয়ে দেওয়া হবে। খুব সম্ভবত চলতি মাসেই এই টাকা পেয়ে যাবেন গ্রাহকরা। শ্রমমন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই অর্থ মন্ত্রকের কাছে এই প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অর্থমন্ত্রক এই প্রস্তাবে অনুমতি দিতে চলেছে বলে খবর। সাধারণত ইপিএফও অন্যান্য বছর তার সদস্যদের এক সঙ্গেই সুদের টাকা প্রদান করে।
কিন্তু এবার করোনাজনিত পরিস্থিতিতে আয় অনেক কম হয়েছে। সে কারণেই সদস্যদের সুদ বাবদ পাওনা টাকা দুই ভাগে দেবার সিদ্ধান্ত নিয়েছিল ইপিএফও। কিন্তু লকডাউন তুলে নেওয়ার পর ধীরে ধীরে বাজারের পরিস্থিতি অনেকটাই ভাল হয়েছে। শেয়ারবাজারের উত্থান হয়েছে চোখে পড়ার মতো। সে কারণেই সংস্থার পক্ষে আর একসঙ্গে সুদ বাবদ পুরো টাকা দিতে অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে।