অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। বোনের অপরাধ সে দাদার পোষ্য সারমেয়দের দেখাশোনা করতে রাজি হয়নি। দাদার মুখের উপর স্পষ্ট জানিয়ে দিয়েছিল এতগুলি সারমেয়কে সে দেখাশোনা করতে পারবে না। সে কারণে বোনকে সবক শেখাতে দাদা তাকে গুলি করে খুন করল।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাওয়ানপুর গ্রামে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবকের নাম অনীশ। তার ২০ টিরও বেশি সারমেয় আছে। ওই তরুণের অতগুলি সারমেয়কে প্রতিদিন রুটি করে দিত তার বোন পারুল।
এই কাজ নিয়ে ভাই ও বোনের মধ্যে মাঝে মধ্যে তীব্র অশান্তি হত। সোমবার রাতে অনীশ তার পোষ্যদের জন্য পারুলকে রুটি করে দিতে বললে সে স্পষ্ট করতে পারবে না বলে জানিয়ে দেয়। শুরু হয় দাদা ও বোনের মধ্যে তর্কাতর্কি। সে সময় আচমকাই অনিশ পিস্তল বের করে পারুলের মাথা ও বুক লক্ষ্য করে পরপর দুটি গুলি চালায়।
ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে পারুল। অনীশ নিজেই ফোন করে পুলিশকে খবরটি জানায়। পুলিশ এসে পারুলের মৃতদেহটি উদ্ধার করে। একই সঙ্গে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। মিরাটের পুলিশ সুপার কেশব কুমার জানিয়েছেন, সোমবার রাতে ভাওয়ানপুর এলাকার বাসিন্দা অনীশ তার বোনকে গুলি করে খুন করে। বোনের অপরাধ ছিল, সে তার দাদার সারমেয়েদের জন্য রুটি করে দেয়নি।
তবে এই খুনের পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, ভাই-বোনের মধ্যে যথেষ্টই সুসম্পর্ক ছিল। তবে মাঝে মাঝেই অতগুলি সারমেয়র খাবার দেওয়া নিয়ে তাদের মধ্যে অশান্তি হত। কিন্তু তাতে যে এ ধরনের খুনের ঘটনা ঘটবে সেটা তাঁরা কেউই ভাবেননি।