স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ ডিসেম্বর।। ২০১৮ সালে সরকার প্রতিষ্ঠার পর ডাই হার নেস স্কিমে সংশোধন করে ৫০ -এর উর্ধ্বে এবং ৫০ -এর নিচে দুটি ভাগে ভাগ করা হয়েছে । বেনিফিট বৃদ্ধি করা হয়েছে। এ ক্ষেত্রে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৫০ বছরে উপর কেউ প্রয়াত হলে শেষ বেতন অনুযায়ী চাকরি ৬০ বছর পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত বেতন পাবে মৃত কর্মীর পরিবার। যদি সে পরিবারে কোন রোজগার কারোর থাকলে সেক্ষেত্রে এক লক্ষ টাকা পাবে। ৫০ বছরের নিচে কারোর যদি চাকরি অবস্থায় মৃত্যু হয়, তাহলে মৃত কর্মীর পরিবারের উপার্জন করার কেউ না থাকলে সরকার ১০ লক্ষ টাকা প্রদান করবে।
পূর্বে দেওয়া হতো এক লক্ষ টাকা। আর যদি কোন মৃতের পরিবারের চাকরি নেই, কিন্তু চাকরি পাওয়ার যোগ্যতা রয়েছে, সেই ক্ষেত্রে এতদিন ছিল তাদের চাকরি প্রদান করা হবে। আর এখন থেকে যোগ্যতা আছে কিন্তু চাকরি নিতে আগ্রহী নয়, আর্থিক সুবিধা নিতে চায়, তাহলে ১০ লক্ষ টাকা দেবে সরকার। আর যদি সে পরিবারে কোন রোজগার কারোর থাকলে সেক্ষেত্রে এক লক্ষ টাকা পাবে। সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান মন্ত্রী রতন লাল নাথ। তিনি আরো জানান, মৃত সরকারি কর্মীর পরিবারের সহযোগিতার কথা মাথায় রেখে বিজেপি এবং আইপিএফটি সরকার মন্ত্রিসভায় এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।