স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ ডিসেম্বর।। সোমবার রাজধানীর রাম ঠাকুর মহাবিদ্যালয় ও বড়দোয়ালি দ্বাদশ শ্রেণি বিদ্যালয় পরিদর্শনে যান শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। করোনা ভাইরাসের প্রকোপের জেরে দীর্ঘদিন ধরে রাজ্যে বন্ধ ছিল স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলি। সম্প্রতি হাইপাওয়ার কমিটির সিদ্ধান্ত মোতাবেক দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছে বিদ্যালয় গুলিতে। একই সাথে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গুলিতেও স্বাস্থ্য বিধি মেনে ক্লাস শুরু হয়েছে। তাই স্কুল ও কলেজ গুলিতে পঠন পাঠন কেমন চলছে তা খতিয়ে দেখতে এইদিন রামঠাকুর মহাবিদ্যালয় ও বড়দোয়ালি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে যান শিক্ষামন্ত্রী। এইদিন তিনি প্রথমে যান রাম ঠাকুর মহাবিদ্যালয়ে।
সেখানে গিয়ে ছাত্র-ছাত্রি ও অধ্যাপক অধ্যাপিকাদের সাথে কথা বলেন। স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কিনা সেই বিষয়ে তিনি অবগত হন। পরে তিনি যান বড়দোয়ালি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে সেখানেও তিনি ছাত্র-ছাত্রি ও শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলেন। পরে তিনি জানান হাইপাওয়ার কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্কুল গুলিতে দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু করা হয়েছে। সবকিছু ঠিকঠাক ভাবে চলছে। ছাত্র-ছাত্রিরা বিদ্যালয়ে ও কলেজে আসছে। রাম ঠাকুর কলেজে দুইজন অধ্যাপক অনুপস্থিত রয়েছেন। আর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছুটিতে রয়েছে। রাজ্য সরকার ছাত্র-ছাত্রিদের গুনগত শিখা প্রদানের উপর গুরুত্ব দিয়েছে। শুধু মাত্র সার্টিফিকেট প্রদান করলে হবে না। ছাত্র-ছাত্রিদের গুনগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।