স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ ডিসেম্বর।। রাতের অন্ধকারে নাশকতার আগুনে পুড়ল একটি গাড়ি। ঘটনা সোমবার গভীর রাতে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের রামকৃষ্ণ পল্লী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় এলাকার বাসিন্দা বিপ্লব ঘোষ। অন্যান্য দিনের ন্যায় রবিবার রাতে তার TR-01X-0364 নাম্বারের গাড়িটি বাড়ির অদুরে রাস্তার পাশে রাখে। সোমবার সন্ধ্যায়ও সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু গভীর রাতে কে বা কারা গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়।
মঙ্গলবার সকালে এলাকার লোকজন দেখতে পায় গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে। সাথে সাথে খবর দেওয়া হয় গাড়ির মালিক বিপ্লব ঘোষকে। গাড়ির মালিক বিপ্লব ঘোষ জানান প্রতিহিংসা মূলক ওনার গাড়িটিতে আগুন লাগানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।