স্টাফ রিপোর্টার, করবুক, ১৪ ডিসেম্বর।। করবুক ব্লকের অন্তর্গত চেলাগাঙে আজ দশ শয্যা বিশিষ্ট চেলাগাঙ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত পাকাবাড়ির দ্বারোদঘাটন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ চেলাগাঙ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাকাবাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৬৫ লক্ষ ৫২ হাজার ৭০০ টাকা৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, গোমতী জেলার ভারপ্রাপ্ত জেলাশাসক দেবপ্রিয় বর্ধন প্রমুখ৷ চেলাগাঙ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বর্তমান সরকার হচ্ছে জনতার সরকার৷
তাই চেলাগাঙের মতো প্রত্যন্ত এলাকার নাগরিকদের সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার জনগণের কল্যাণে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে৷ কৃষির বিকাশ ও কৃষকের কল্যাণে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে৷ তাছাড়াও কেন্দ্রীয় প্রকল্পের বাইরে যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদেরও মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আনা হচ্ছে৷ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রাজ্যে ২ লক্ষ ২২ হাজার জন কৃষক বছরে ৬ হাজার টাকা করে পাচ্ছেন৷ রাজ্যে ৬ হাজার হেক্টর এলাকায় অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ চলছে৷ কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প ও রাজ্য সরকারের প্রকল্পগুলির সঠিকভাবে বাস্তবায়নের ফলে রাজ্যের মানুষের মাথাপিছু গড় আয় গত তিন বছরে আগের তুলনায় অনেক বেড়েছে৷ রাজ্যে এমজিএন রেগায় শ্রমদিবসও বেড়েছে৷
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সকল অংশের মানুষের সহায়তায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হয়েছে৷ করোনা আক্রান্তদের সুুস্থতার হার গতকাল পর্যন্ত ছিলো প্রায় ৯৮ শতাংশ৷ তিনি বলেন, বর্তমানে রাজ্যের ১১৬টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে সরাসরি হেলথ ডিরেক্টরেট থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে৷ যারফলে মানুষ আরও ভালো স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারছেন৷ তিনি আরও বলেন, গত নভেম্বর মাসে চেলাগাঙ সফরে এসে যে সকল সমস্যাগুলির কথা জানতে পেরেছিলাম সেগুলি সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ ছাত্রছাত্রীদের চাহিদা অনুযায়ী চেলাকাহাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক দেওয়া হয়েছে৷ সুকলের বাউণ্ডারি ওয়াল নির্মাণের জন্য ৬ লক্ষ ৮০ টাকা, বাজারের পাশে স্টিল বিজ নির্মাণের জন্য ১২ লক্ষ ২৭ হাজার টাকা এবং রাস্তাঘাট মেরামতের জন্য ১৫ লক্ষ টাকা অনুমোদন দেওয়া হয়েছে৷ খুব শীঘই এই কাজগুলি শুরু হবে৷
তিনি বলেন, এখন প্রকৃত ভাতা প্রাপকরাই সামাজিক ভাতা পাচ্ছেন৷ বাদ পড়া ১০,২৭৭ জন এপিএল ভুক্ত ভাতা প্রাপকদের রাজ্য সরকার থেকে ভাতা প্রদান করা হবে৷ অতিরিক্ত ৩০ হাজার নতুন সামাজিক ভাতা প্রদানের জন্য কাজও চলছে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রোগ প্রতিরোধ ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডা: রাধা দেববর্মা৷ সভাপতিত্ব করেন করবুক ব্লকের ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অসীম ত্রিপুরা৷ অনুষ্ঠানে শুরুতে পদ্মশ্রী বেণীচন্দ্র জমাতিয়ার প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করা হয়৷