আমির খানের ছেলের বিপরীতে এ নায়িকা

অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। বলিউডে পা রাখছেন আমির খানের ছেলে জুনায়েদ। আনুষ্ঠানিক ঘোষণা না আসা সত্ত্বেও এ নিয়ে গুঞ্জন তুঙ্গে। জানা গেছে, ইয়াশরাজ ফিল্মসের মতো বড় প্রতিষ্ঠান মিস্টার পারফেকশনিস্টের ছেলেকে সুযোগ দিচ্ছে। এখনো পর্যন্ত যতটুকু খবর পাওয়া গেছে, জুনায়েদের বিপরীতে অভিনয় করবেন শালিনী পাণ্ডে। বহুলচর্চিত তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডি’-র নায়িকা তিনি। শালিনী অবশ্য এর আগেই রণবীর সিংহের সঙ্গে হিন্দি ছবি করতে চলেছেন। এর পরেই আমির-পুত্রের সঙ্গে ছবি করবেন বলে শোনা যাচ্ছে। ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে লেখা হচ্ছে ছবির চিত্রনাট্য।

একজন সমাজকর্মী ও সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন জুনায়েদ। বলা হচ্ছে, উনিশ শতকের গুজরাতি সাংবাদিক কারসানদাশ মুলজির আদলে তৈরি হবে মূল চরিত্র। যিনি দুর্নীতিপরায়ণ ধর্মগুরু যদুনাথজি বৃজরতনজি মহারাজের মুখোশ খুলে দিয়েছিলেন। আমির খানের প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে তার দুই ছেলে মেয়ে। ইরা ও জুনায়েদ। কয়েক মাস আগে ইরা খান নিজের মানসিক অবসাদ নিয়ে মুখ খুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এও জানিয়েছিলেন, ছোটবেলায় যৌন হেনস্তার শিকার হয়েছিলেন।

অনেকবার ইরাকে নিয়ে প্রশ্ন উঠেছিল, তিনি কবে বড় পর্দায় পা রাখবেন! কিন্তু ইরার ইনস্টাগ্রাম প্রোফাইলে ঘুরে এলেই জানা যাবে, তিনি সৎ মা কিরণ রাওয়ের মতো ক্যামেরার পেছনে কাজ করতে বেশি উৎসাহী। কিন্তু তার বড় ভাই জুনায়েদ যে বাবার পথটিই বেছে নিয়েছেন, সে বিষয়ে আর সন্দেহ থাকল না। এর আগে অবশ্য মঞ্চে অভিনয় করেছেন তিনি।অভিনয়ে ছেলের আগ্রহের কথা আগেই জানিয়েছেন আমির খান। সঙ্গে যোগ করেন, নিজের প্রতিভা দিয়ে এগোতে হবে জুনায়েদকে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?