অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। শেষ দুই ম্যাচে জয় নেই। হারতে হয়েছে জামশেদপুর এফসি দলের বিরুদ্ধে। ফলে কাল, বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে জেতা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আন্তোনিও লোপেস হাবাসের কাছে। মঙ্গলবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এটিকে মোহনবাগান কোচ জানিয়েছেন, কম সময়ের মধ্যে টানা ম্যাচের ধকল সামলে নিয়েই জয়ে ফিরবে তাঁর দল। হাবাস বলেছেন, “মাঝমাঠে রয়, এদু, ডেভিডের মতো ফুটবলার রয়েছে।
কিন্তু এটাও তো মানতে হবে টানা ম্যাচের কারণে কমবেশি সমস্ত ফুটবলারই চোট সমস্যায় পড়তে শুরু করেছে। তাদেরকে ভাল জায়গায় রাখা আমার কাছে খুব বড় একটা পরীক্ষা। যে পরিস্থিতির কারণে ফুটবলারদের এই সমস্যা হচ্ছে, তা দ্রুত কাটিয়ে ওঠার উপায়ও আমাকে খুঁজে বার করতে হবে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, চট করে তো কোনও বিরাট পরিবর্তন সম্ভব নয়। সতর্ক থেকে, নিজেদের চোটমুক্ত রেখে খেলতে হবে।” যোগ করেন, “তিরি আগের চেয়ে অনেকটা ফিট হয়ে গিয়েছে। ওকে কাল খেলানোর ভাবনাচিন্তা রয়েছে। বাকিটা নিয়ে পরে বিশদে ভাবনাচিন্তা করা যাবে।
” বরং জানিয়েছেন, গ্লেন মার্টিন্সের পারফরম্যান্স নিয়ে অনেকে সন্তুষ্ট না হলেও তিনি খুশিই হয়েছেন। হাবাসের কথায়, “ধীরে ধীরে গ্লেন উন্নতি করছে। দলের যে কারণে ওকে দরকার, সেটা ও পূরণ করবেই। তবে সময় লাগবে। সেটা নিয়ে তাড়াহুড়ো করে লাভ নেই।” প্রথম তিন ম্যাচে জয়ের পরে আচমকা একটা ধাক্কা। গতবারের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এই ঝাঁকুনি কি কোথাও গিয়ে তাঁকেও নাড়া দিতে শুরু করেছে? এমনও প্রশ্ন উঠতে শুরু করেছে কোনও কোনও মহলে। যদিও তাঁদের সঙ্গে হাবাস মোটেও একমত নন। তিনি বলেছেন, “সে ভাবে যদি দেখেন, তা হলে বলব জানুয়ারি মাসটা আসতে দিন, তার পরে এটিকে মোহনবাগানের ক্ষমতাটা সকলে বুঝে যাবেন।
কেউ এটা তো বলছেন না যে, প্রত্যেক ম্যাচের পরেই ফুটবলারদের একের পর এক চোটের সামনে পড়তে হচ্ছে। সেটাকে উপেক্ষা করে ভাল ফুটবল আশা করা যায় না। তবে আমার কাছেও এটা দারুণ শিক্ষা। পরিবর্তদেরও দারুণ ভাবে তৈরি করে ফেলার কাজ সেরে ফেলতে পারছি। তাই আমি আবারও বলছি, জানুয়ারি মাসে গিয়ে এই দলকেই সকলে অন্য মেজাজে দেখতে পাবেন।”বুধবারের প্রতিপক্ষ এফসি গোয়া দল তিনজনের উপরে দাঁড়িয়ে রয়েছে। এরা হলেন এদু, ব্রেন্ডন এবং লো। এই তিন তারকাকে রোখার ক্ষমতা কি এটিকে মোহনবাগানের রয়েছে? হাবাস বলছেন, “এফসি গোয়া দলটা পরিপূর্ণ। স্বদেশিদের মতো ওদের বেশ কিছু ভাল বিদেশি ফুটবলারও রয়েছে।
কিন্তু এটাও মনে রাখতে হবে, এটিকে মোহনবাগান দলেও অনেক ভাল ফুটবলার রয়েছে। ওরা বল ধরে খেলতে পছন্দ করে, সেটা আমরাও পছন্দ করি। কিন্তু শুধু বল ধরে রেখে খেললেই হবে না, ফুটবলের আসল কথা হল গোল। আমাদের সেটা করে দেখাতে হবে।” তবে তিনবারের চ্যাম্পিয়ন কোচ এটা মানছেন, গতবারের চেয়ে এবারের আইএসএল অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে। তাঁর বিশ্লেষণ, “আইএসএলের সুবাদে অনেক ভাল মানের ভারতীয় ফুটবলার যেমন উঠে এসেছে, তেমনই সব দলই ভাল বিদেশি ফুটবলারদের এনে দলকে শক্তিশালী করার চেষ্টা করছে। সেটা প্রতিযোগিতার মান বাড়িয়েছে। যে কোনও দলের বিপক্ষেই এখন গোল করার কাজ আগের চেয়ে কঠিন হয়ে গিয়েছে। তবে সেই চ্যালেঞ্জকে গ্রহণ করেই আমাদের ট্রফি জিততে হবে। সংবাদমাধ্যম কী মনে করে, সেটা নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই।”