স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ ডিসেম্বর।। জিএনএম নার্সিং-এ ছাত্র-ছাত্রি ভর্তি-কে কেন্দ্র করে সোমবার জিবি হাসপাতালে দূর-দুরান্ত থেকে আসা ছাত্র-ছাত্রিরা ক্ষোভে ফেটে পরে। ঘটনার বিবরণে জানা যায় জিএনএম নার্সিং-এ ছাত্র-ছাত্রী ভর্তির জন্য এইদিন জিবি হাসপাতালে কাউন্সিলিং হওয়ার কথা ছিল। সেই মোতাবেক ২৫০ জন আবেদনকারিকে ডাকা হয়। কিন্তু ছাত্র-ছাত্রিদের অভিযোগ জেনারেলের জন্য ২৫ টি আসন ছিল। কাউন্সিলিং শুরু হওয়ার পর প্রথম থেকে ২৫ জনকে সিলেক্ট করে নেওয়া হয়। এতে করে কম নাম্বার প্রাপ্তরা সুযোগ পেয়ে যায়। অন্যদিকে অধিক নাম্বার থাকা সত্ত্বেও অনেকে সুযোগ পায়নি।
জেনারেল আসনে প্রথম থেকে ২৫ জনকে সিলেক্ট করে বাকি ছাত্র-ছাত্রিদের হল থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলা হয়। অনুরুপ ভাবে এসসি, এসটি দের ক্ষেত্রেও করা হয়েছে। এই ক্ষেত্রে ছাত্র-ছাত্রিরা অনিয়মের অভিযোগ তুলে। তাদের বক্তব্য সকলের কাগজপত্র না দেখে কি করে কিছু সংখ্যককে সিলেক্ট করা হয়েছে। আর আগে থেকে যদি নামের তালিকা তৈরি করা হয়ে থাকে তাহলে কেন ২৫০ জন ছাত্র-ছাত্রিকে ডাকা হয়েছে। এই নিয়ে দূর দুরান্ত থেকে আসা ছাত্র-ছাত্রিরা অসন্তোষ ব্যক্ত করে। এবং সরকারের হস্তক্ষেপের দাবি জানায়।