স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ ডিসেম্বর।। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু-তে ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তার যোজনা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। এরই মধ্যে মৃতের পরিবার-কে সংশ্লিষ্ট জেলা শাসকের মাধ্যমে আবেদন করতে হবে। আ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এই তথ্য দিয়েছেন। তাঁর বক্তব্য, তিনটি ধাপে ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দেওয়া হবে। তাতে, প্রথম দুই ধাপে তিন লক্ষ করে এবং অন্তিম ধাপে চার লক্ষ টাকা দেবে ত্রিপুরা সরকার। তাঁর কথায়, করোনা আক্রান্ত হয়ে মৃতের পরিবার-কে আর্থিক সহায়তা বাবদ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৬ লক্ষ টাকা এবং এসডিআরএফ তহবিল থেকে ৪ লক্ষ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরা সরকার।
কিন্তু, কেন্দ্রীয় সরকার সাফ জানিয়েছে, এসডিআরএফ তহবিল থেকে কোন অর্থ করোনা আক্রান্ত হয়ে মৃতের পরিবার-কে সহায়তা বাবদ দেওয়া যাবে না। তিনি বলেন, এই বিষয়টি বিবেচনা করার জন্য কেন্দ্রের কাছে পুনরায় আর্জি পাঠানো হয়েছে। যদি মঞ্জুরি না মিলে তাহলে রাজ্যের বাজেট থেকে ওই অর্থ বরাদ্দ করা হবে। তিনি জানান, ইতিমধ্যে ত্রিপুরার ৮ জেলা শাসকের কাছে ৩ কোটি ৮৪ লক্ষ টাকা পৌছে দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মৃতের পরিবার আর্থিক সহায়তার জন্য জেলাশাসকের কাছে আবেদন করবেন। তাঁর দাবি, ওই আবেদনের জেলা শাসক স্বাস্থ্য দফতরের কাছে মৃত্যুর কারণ জেনে নেবেন। স্বাস্থ্য দফতরের অনুমোদন মিললেই আর্থিক সহায়তা প্রদান করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৭৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁরা আর্থিক সহায়তার জন্য আবেদন জানাতে পারবেন। সরকারি নির্দেশিকা মেনেই তাঁদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন জেলা শাসক। এদিন সাফ জানিয়েছেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত এই যোজনা চালু থাকবে। এরপর এই যোজনা-র মেয়াদ সমাপ্ত হয়ে যাবে। তাঁর কথায়, ইতিমধ্যে জেলাশাসকের কাছে আবেদন জমা পড়তে শুরু করেছে।