জয়কে স্বীকৃতি, বাইডেনকে শুভেচ্ছা জানালেন প্রেসিডেন্ট পুতিন

অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। গত মাসেই স্পষ্ট হয়ে গিয়েছিল নতুন মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন। দেশের মানুষের রায় বিপক্ষে গেলেও তা মানতে রাজি নন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেন নির্বাচনে ব্যাপক কারচুপির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ করেন ট্রাম্প। যে কারণে এতদিন পর্যন্ত বাইডেনের জয়কে স্বীকৃতি জানায়নি মস্কো।

শেষ পর্যন্ত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা জানালেন। পুতিন তাঁর শুভেচ্ছা বার্তায় বলেছেন, পারস্পরিক বিশ্বাস ও পরস্পরের প্রতি সম্মান জানিয়ে রাশিয়া ও আমেরিকার সম্পর্ক আগামী দিনে আরও মজবুত হবে। রাশিয়া ও আমেরিকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশ তথা গোটা বিশ্বের জন্যই লাভজনক হবে।

আমি বাইডেনের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছি। রাশিয়া ও আমেরিকা একসঙ্গে কাজ করলে বিশ্বের অনেক সমস্যারই সমাধান সম্ভব। উল্লেখ্য, এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব চেষ্টাই বিফলে গিয়েছে। দেশের ইলেক্টোরাল কলেজ ইতিমধ্যেই বাইডেনের জয়ের কথা জানিয়ে দিয়েছে। সোমবার আমেরিকার সবচেয়ে দূরবর্তী প্রদেশ হাওয়াইয়ের ইলেক্টোরাল ভোটের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়।

এই প্রদেশে ৫৩৮ টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ডেমোক্র্যাটিক প্রার্থী বাইডেন পেয়েছেন ৩০৬ টি। তুলনায় ট্রাম্পের ঝুলিতে গিয়েছে মাত্র ২৩২ টি ভোট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে গেলে ২৭০ টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়। কিন্তু বাইডেন তার থেকে অনেক বেশি ইলেক্টোরাল ভোট পেয়েছেন।

তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, হোয়াইট হাউসের ক্ষমতা কে দখল করল তা নিয়ে রাশিয়ার বিশেষ একটা মাথাব্যাথা নেই। কারণ মিসাইল চুক্তি, পারমাণবিক চুক্তি, বিদেশ নীতির মত বিষয়ে রাশিয়া আদৌ চিন্তিত নয়। কারণ তারা জানে যে, রিপাবলিকান বা ডেমোক্র্যাট যে দলই আমেরিকার ক্ষমতায় আসুক না কেন তাতে নীতির কোনও পরিবর্তন হবে না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?