স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ ডিসেম্বর।। সুইগীর বিরুদ্ধে হোটেলের কর্ণধারদের পর এবার একাধিক অভিযোগ তুলল সুইগীর ডেলিভারি বয়েরা। মঙ্গলবার সুইগী ডেলিভারি বয়’রা শহরের আনন্দময়ী আশ্রমের সম্মুখে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের অভিযোগ, রোদ-বৃষ্টি বারো মাস গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের। কিন্তু সুইগী তাদের সাথে প্রতারণা করে চলছে। কারণ তাদের দাবি ছিল প্রতি খাবার পৌঁছে দেওয়া চার্চ ১৫ টাকার পরিবর্তে ২০ টাকা করা হোক।
দ্বিচক্র যানের লিটার প্রতি পেট্রোলের মূল্য ৪ টাকার পরিবর্তে ৬ টাকা করে প্রদান করা হোক এবং রেস্টুরেন্ট ওয়ারেন্ট গুলিতে কাছ থেকে সঠিকভাবে মর্যাদা প্রদান করা হোক। কিন্তু তাদের দাবি সংস্থা কর্ণপাত করছে না। এতে করে তাদের কাজের ক্ষেত্রে যেমন সম্মান হানি হচ্ছে, পাশাপাশি অভাব-অনটনে পরিবার পরিচালনা করতে সমস্যা হচ্ছে। তাই তারা বিক্ষোভে সামিল হয়েছে বলে জানান। আরো জানান, দাবিগুলো তুলে ধরার মূল উদ্দেশ্য হলো দ্রব্যমূল্য ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। পেট্রোলের মূল্য ৮৫ টাকা। যদি তাদের দাবিগুলো পূরণ না করা হয় তাহলে তারা কাজ স্থগিত রাখবে।