শিল্পপতিরাই শুধু বন্ধু, কৃষক-পড়ুয়া সকলেই মোদির শত্রু তোপ রাহুলের

অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একমাত্র বন্ধু হলেন শিল্পপতি ও পুঁজিবাদীরা। কৃষক থেকে শুরু করে পড়ুয়া, দেশের আমজনতা সকলেই তাঁর শত্রু। যারা কেন্দ্রের বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলবে তাদের সকলকেই দেশের শত্রু বলে তকমা দেওয়া হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ভাষাতেই আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। এর আগে সোমবারও রাহুল বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন।

তিনি বলেছিলেন, নির্বাচনে যারা অর্থ দিয়ে থাকে তাদের হাত ছেড়ে সরকারের উচিত কৃষকদের হাত ধরা। মঙ্গলবার সকালে রাহুল টুইট করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন। রাহুল লেখেন, মোদি সরকারের কাছে বিরোধী মতের ছাত্রছাত্রীরা দেশ বিরোধী। সচেতন নাগরিক মাওবাদী। শ্রমিকরা করোনার বাহক। ধর্ষিতারা অবশ্য কেউ নন।

প্রতিবাদী কৃষকরা খালিস্তানি। একমাত্র ঘনিষ্ঠ পুঁজিবাদী ও শিল্পপতিরাই তাঁর সবচেয়ে প্রিয় বন্ধু। নতুন কৃষি আইন বাতিলের দাবিতে সোমবার ৩২টি কৃষক সংগঠনের নেতারা সারাদিন অনশন করেন। কৃষকদের এই অনশনের প্রেক্ষিতে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, স্বাধীনতার ৭৩ বছরে প্রথমবার দেশের কৃষকরা এমন অনশন ধর্মঘট করলেন।

আমাদের আর কত ‘আচ্ছে দিন’ দেখাবেন মোদিজি। কৃষি আইন বাতিলের বিষয়টি নিয়ে কংগ্রেস অবশ্য প্রতিদিনই মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। এদিকে মঙ্গলবার ২০ দিনে পড়ল কৃষক আন্দোলন। ইতিমধ্যেই সরকারের সঙ্গে কৃষকদের একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু তাতে সমস্যা মেটেনি।

এখনও পর্যন্ত কৃষকদের দাবি সম্পূর্ণ মেনে নেওয়া হবে এমন কোনও ইঙ্গিত মেলেনি কেন্দ্রের পক্ষ থেকে। অন্যদিকে কৃষকরাও তিন আইন বাতিলের দাবিতে অনড়। সমস্যা কিভাবে মিটবে কেউ জানে না। তবে বিষয়টি সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ানোয়  এখন অনেকেই সুপ্রিম কোর্টের নির্দেশে দিকে তাকিয়ে আছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?