অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তুমুল ঝগড়া করে নিককে গাড়ি থেকে নামিয়ে দিলেন। স্ত্রীর কথা শুনে দেরি না করে গাড়ির দরজা খুলে সেখান থেকে চলে যান মার্কিন পপ তারকা।এদিকে নিক-প্রিয়াংকার ঝগড়ার খবরে পেজ থ্রির পাতা সরগরম হয়ে উঠেছে।
কথাটি শুনে কী অবাক লাগছে! বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে। সম্প্রতি প্রিয়াঙ্কা একটি নতুন ছবির শুটিং শুরু করেছেন। ‘টেক্সট ফর ইউ’ নামে ওই ছবিতে প্রিয়াঙ্কার পাশে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন নিক জোনাস।
আর ছবির একটি দৃশ্যের জন্যই নিক-প্রিয়াঙ্কার মধ্যে বিবাদের ছবি তুলে ধরা হয়েছে। যেখানে ২ জনের মধ্যে বিবাদের পর প্রিয়াঙ্কার গাড়ি থেকে নেমে যেতে দেখা যায় নিককে। ওই ঘটনার পরই এসব খবর ছড়িয়ে পড়ে।