অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। মাদককাণ্ডে ফের অর্জুন রামপালকে তলব করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। জানা গিয়েছে ১৬ ডিসেম্বর, বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হবে অর্জুনকে। বলিটাউনের ড্রাগ মামলায় নতুন তথ্য প্রমাণ উঠে আসায়, ফের অর্জুন রামপালকে জেরা করতে চায় এনসিবি। এই মামলায় আগেই এনসিবি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অর্জুন।
তাঁর লিভ-ইন পার্টনার ও সন্তানের মা গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়াডিসকেও দু-বার জেরা করেছে দেশের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতদন্তের সূত্র ধরে শুরু হওয়া মাদকমামলায় গত কয়েকমাস ধরেই এনসিবি-র কড়া নজরদারিতে রয়েছেন অর্জুন রামপাল ও তাঁর পরিবার। অক্টোবর মাসে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে প্রথম গ্রেফতার হয় গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের ভাই আজিসিয়ালস দেমেত্রিয়েদসকে।
গতমাসে বলিউডের ড্রাগ মামলায় অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি চালান নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আধিকারিকরা। বাড়ি থেকে উদ্ধার হয় নিষিদ্ধ হাশিশ ও অ্যালপ্রাজোলাম ট্যাবলেট। বাজেয়াপ্ত করা হয় ১১টি বৈদ্যুতিন গ্যাজেট। গ্যাব্রিয়েলার ভাই ডেমেট্রিয়াডেসের সঙ্গে একাধিক মাদক পাচারকারীর যোগসাজশের হদিশ পেয়েছে এনসিবি।
প্রাথমিক তদন্তে অনুমান, বলিউডের একাধিক তারকাকে মাদক পাচার করত ডেমেট্রিয়াডেস। গত ১৮ অক্টোবর হাশিশসহ গ্রেফতার হন ডেমেট্রিয়াডেস। তার কাছে থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল অ্যালপারাজোলাম নামের এক ধরণের নিষিদ্ধ ট্যাবলেট।
সূত্রের খবর, সুশান্ত সিং রাজপুত মামলার সঙ্গে জড়িত মাদক পাচারকারীদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে অ্যাগিসিলাওসের। নভেম্বরের শুরুতে জামিনে ছাড়া পেয়েছিল অ্যাগিসিলাওস, তবে মুক্তির কয়েকঘন্টার মধ্যেই অন্য একটি মাদককাণ্ডে ফের তাঁকে হেফাজতে নেয় এনসিবি।