স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ ডিসেম্বর।। রাজ্যের ঐতিহ্যবাহী মহিলা কলেজকে আরো দৃষ্টিনন্দন করে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক এর নেতৃত্বে পশ্চিম জেলার জেলাশাসক সহ প্রশাসনের কর্মকর্তারা সোমবার মহিলা কলেজ পরিদর্শন করেন।পরিদর্শনকালে মহিলা কলেজের নতুন দালান বাড়ি তৈরীর কাজ সহ বিভিন্ন বিষয় সরজমিনে খতিয়ে দেখেন তারা।
পরিদর্শনকালে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন মহিলা কলেজ রাজ্যের গর্ব।ঐতিহ্যবাহী মহিলা কলেজকে আরো সৌন্দর্যায়ন করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।মহিলা কলেজের জবরদখলকৃত পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে। মহিলা কলেজে একটি নতুন ছাত্রী আবাস গড়ে তোলা হবে। মহিলা কলেজের সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।