স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ ডিসেম্বর।। কোভিড ভেকসিন মজুতের জন্য স্থান পরিদর্শন
জাতীয় স্বাস্থ্য মিশনের আধীনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের।
আজ পণ্ডিত নেহরু কমপ্লেক্সে স্বাস্থ্য অধিকর্তার অফিসে কোভিড-১৯ ভ্যাকসিন মজত করার বিষয়গুলি খতিয়ে দেখেন৷ এই দলের প্রধান ছিলেন মিশন অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ শিব জয়সবাল সহ অন্যান্য আধিকারিকগণ৷
মিশন অধিকর্তা আলোচনা করেন স্টেট ইম্যনাইজেশন অফিসার ডাঃ কল্লোল রায়, প্রকৌশলী রজত ভ-াচার্য, ইম্যনাইজেশন প্রকল্পের প্রোগ্রাম অফিসার ডাঃ জয়দীপ চক্রবর্তী ও ’ই-ভিন’ প্রকল্পের আধিকারিক ড. সুুপ্রতীম বিশ্বাসের সঙ্গে৷
বর্তমানে আইস লাইন রেফ্রিজারেটরগুলিতে (আই.এল.আর) কত আর.আই ভ্যাকসিন (শিশুদের টিকা) মজত আছে তার স্টক পজিশন দেখেন, পরবর্তীতে কোভিড-১৯ ভ্যাকসিন রাজ্যে এলে কত পরিমাণ রাখা যাবে, তা খতিয়ে দেখেন৷
পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে আরও ৭টি আই.এল.আর পাঠানোর প্রয়োজনীয়তা ও প্রস্তাব পাঠানোর বিষয়ে আলোচনা হয়৷ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সদস্য সচিব এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷