স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৪ ডিসেম্বর।। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠার পর চরিলাম ব্লকে মহিলা রেগা কর্মীর মাধ্যমে রেগার কাজের আউটপুট সহ বিভিন্ন বিষয় দেখার জন্য প্রশিক্ষণ চলছে। সোমবার চরিলাম ব্লকের দ্বিতল ভবনের কনফারেন্স হলে মেইট-এর প্রশিক্ষণ শুরু হয়। চরিলাম ব্লকের ১১ টি গ্রাম পঞ্চায়েত এবং ১০ টি এডিসি ভিলেজের দুজন করে মোট ৪২ জন মহিলাকে নিয়ে এই প্রশিক্ষণ শুরু হয়। এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসাবে উপস্থিত রয়েছেন চরিলাম আর ডি ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার রাজিব দেবনাথ, ইঞ্জিনিয়ার মিতা মালাকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দীপঙ্কর দাস সহ অন্যান্যরা।
তিন দিনের জন্য শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে বুধবার পর্যন্ত। চরিলাম আর ডি ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার রাজিব দেবনাথ জানান তিন দিনের প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে থেকে পরীক্ষা নেওয়া হবে। পুরুষ রেগা কর্মীরা আগে যেভাবে কাজ করতেন এখন মহিলা কর্মীরা কাজের আউটপুট সহ মেজারমেন্ট এবং কাজের হিসাব সমস্ত বিষয় দেখবেন। এই প্রশিক্ষণ শেষে ৪২ জন কর্মীকে নিয়োগপত্র দেওয়া হবে।