করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীরা অনেকেই দৃষ্টিশক্তি হারাচ্ছেন, বললেন চিকিৎসকরা

অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও অনেকেই তাদের দৃষ্টিশক্তি হারাচ্ছেন বলে জানালেন চিকিৎসকরা। দিল্লির গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকরা দাবি করেছেন, করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের অনেকেই ফাংগাল ইনফেকশন আক্রান্ত হচ্ছেন।

এর জেরে বহু মানুষ তাঁদের দৃষ্টিশক্তি হারাচ্ছেন। হাসপাতালে চিকিৎসকদের কাছে শেষ ১৫ দিনে এ ধরনের ১৩ জন রোগী এসেছেন বলে জানা গিয়েছে। এই ১৩ জন রোগীর মধ্যে প্রায় ৫০ শতাংশ মানুষের দৃষ্টি চলে গিয়েছে।

এর আগে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা তাঁদের শ্রবণ ক্ষমতা হারাচ্ছেন। শুধু এদেশে নয়, ইউরোপ আমেরিকাতেও করোনা থেকে সুস্থ হয়ে ওঠা বহু মানুষ তাঁদের শ্রবণ ক্ষমতা হারিয়েছেন। অনেকেই কানে কম শুনেছেন। দু’-একজন তো আদৌ কানে শুনতে পাচ্ছেন না।

শ্রবণ ক্ষমতা কমার পাশাপাশি এবার চিকিৎসকরা বললেন, যারা করোনা থেকে সুস্থ হয়ে উঠছেন তাদের অনেকেরই দৃষ্টিশক্তির সমস্যা হচ্ছে। সে কারণে ওই চিকিৎসকরা বলেছেন, করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষমতা একবার পরীক্ষা করে নেওয়া দরকার। সে ক্ষেত্রে যদি কোনও সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে চিকিৎসকরা আগাম উপযুক্ত প্রতিষেধক ব্যবস্থা নিতে পারবেন।

একই সঙ্গে যাদের করোনা হয়েছে তাদের প্রত্যেককেই সতর্ক থাকতে বলা হয়েছে। করোনা থেকে সেরে উঠলেও উল্লসিত না হয়ে বরং সব ধরনের বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন চিকিৎসকরা।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী করোনা আক্রান্তদের আরও বেশ কিছুদিন একাধিক বিধিনিষেধ মেনে চলতে হবে।

খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে। মশলাজাতীয় খাবার বেশি না খেয়ে পুষ্টিকর খাবার খেতে পরামর্শ দেওয়া হয়েছে। ফাস্টফুড থেকেও বেশ কয়েক দিন দূরে থাকতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?