স্টাফ রিপোর্টার, রানীরবাজার, ১৫ ডিসেম্বর।। হরিনাম সংকীর্তনের আড়ালে রানীরবাজার থানাধীন কোবরা খামার বাজারে চলছে ঝান্ডি মুন্ডার আসর। এলাকা জুয়া খেলার দিকে রানীবাজারের বাজারটি শীর্ষস্থানে আছে। উপরন্তু হরিনাম সংকীর্তন বলে কথা। প্রতিদিন দুপুরে পর থেকে শুরু হয় বাজারে ঝান্ডি মুন্ডার আসর। এতে অতিষ্ঠ হয়ে পড়ছে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, এ ধরনের ঝান্ডি মুন্ডার সাথে সরাসরি যুক্ত কীর্তন কমিটির সভাপতি এবং গ্রামের উপপ্রধান।
লক্ষ লক্ষ টাকার জান্ডি মুন্ডা খেলার পাশাপাশি নেশার আসরও বসছে। এলাকার যুবকরা সেই আসরে নিজেদের আসক্ত করে একপ্রকার সর্বস্বান্ত হয়ে পড়ছে। এলাকায় যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে বড়োসড়ো অঘটন। আর খেলার আসর নেতৃত্ব দিচ্ছেন কীর্তন কমিটির সভাপতি। তিনি পেশায় স্কুলের প্রধান শিক্ষক। কিন্তু সমাজকে কলুষিত করতে একবারের জন্যও তিনি পিছু হাঁটছেন না। রানীরবাজার থানার পুলিশ বিষয়টি পরিলক্ষিত করলেও কাউকে জালে তুলছে না। যতদূর জানা যায়, পুলিশ এবং কীর্তন কমিটির মধ্যে রয়েছে গোপন বোঝাপড়া। এলাকায় এ ধরনের আসরের জন্য এলাকাবাসীর মধ্যে ছিঃ ছিঃ রব উঠেছে।