স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ ডিসেম্বর।। সোমবার রাজধানী আগরতলা শহরের চন্দ্রপুর বিপনী বিতানে আগরতলা পৌরনিগম এবং সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন এর সহযোগিতায় এক শিবির অনুষ্ঠিত হয়।শিবিরে চন্দ্রপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে ট্রেড লাইসেন্স প্রদান এবং ফ্রী ইন্সুরান্স প্রদান করা হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরের এসডিএম অসীম সাহা অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন এর সম্পাদক সহ অন্যান্যরা। শিবিরের বক্তব্য রাখতে গিয়ে সদর মহকুমা শাসক অসীম সাহা বলেন ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক।
যারা নানা কারণে ট্রেড লাইসেন্স করতে পারেনি তাদেরকে সহযোগিতা করতে এবং যারা সময়মতো ট্রেড লাইসেন্স রিনিউ করতে পারেননি তাদের সহযোগিতা করতেই এ ধরনের শিবিরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।পাশাপাশি সমস্ত ব্যবসায়ীরা যাতে ইন্স্যুরেন্সের সুযোগ গ্রহণ করতে পারেন সে জন্য রাজ্য সরকারের তরফ থেকে ফ্রি ইন্সুরেন্স করিয়ে দেওয়া হয়েছে।সদর মহকুমা শাসক আরো বলেন গত কয়েকদিনের মধ্যে আগরতলা শহর এলাকার বেশ কয়েকটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাতে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
যেসব ব্যবসায়ীর ইন্সুরেন্স রয়েছে তারা ক্ষয় ক্ষতির হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন।এসব কথা মাথায় রেখেই রাজ্য সরকার ব্যবসায়ীদের ফ্রী ইন্সুরেন্স করিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এই সুযোগ সব ব্যবসায়ীদের গ্রহণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।প্রশাসনিক এই শিবির কে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।