অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। বেতন সহ ২৩ দফা দাবিতে ধর্মঘটে এইমসের পাঁচ হাজার নার্স। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আবেদন সত্ত্বেও অবস্থান থেকে সরতে নারাজ তাঁরা। এর প্রভাব পড়ছে পরিষেবায়।
আন্দোলনকারীদের অভিযোগ, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে তাঁদের বেতন কাঠামো তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও তা পূরণ হয়নি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে যোগ দেবেন না তাঁরা।
ধর্মঘটীদের বক্তব্য,এইমস কর্তৃপক্ষ তাঁদের চাকরির ক্ষেত্রে যে চুক্তি চালু করেছে তা কর্মীস্বার্থ বিরোধী। বাইরে থেকে চুক্তিভিত্তিক পদ্ধতিতে নার্স নিয়োগ করা হচ্ছে।
ফলে দাবিপূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল ধর্মঘট চালিয়ে যাবে বলে জানিয়েছে নার্সদের সংগঠন। এই পরিস্থিতিতে সোমবার এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া বলেন, বেশিরভাগ দাবিই মেনে নেওয়া হয়েছে। তাই এই অতিমারীর মধ্যে নার্সদের ধর্মঘটে যোগ না দিতে আবেদন জানাচ্ছি।
পাশাপাশি নার্সদের ধর্মঘট থেকে সরে আসার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও। ধর্মঘট প্রত্যাহার করা না হলে বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।