অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। দেশের কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অভিজিতবাবু বলেন, কৃষকরা এই সরকারকে একেবারেই বিশ্বাস করছেন না। সে কারণেই বারবার আলোচনা হলেও তা ব্যর্থ হচ্ছে।একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দেন, আপাতত এই আইন প্রত্যাহার করা হোক।
বিষয়টি নিয়ে সংসদে আরও বিস্তারিত আলোচনা হোক। একই সঙ্গে যে সমস্ত কৃষকরা সরকারের নতুন কৃষি আইন নিয়ে ভয় পাচ্ছেন তাঁদের সঙ্গেও কথা বলুক সরকার। সরকারের উচিত সবার আগে কৃষকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। কৃষকদের সম্পর্কে এই অর্থনীতিবিদ বলেন, কৃষকরা নতুন আইনকে বিশ্বাস করতে পারছে না।
এই অবস্থায় সরকারের উচিত ছিল, এগিয়ে এসে সব ধোঁয়াশা স্পষ্ট করা। কিন্তু সরকার সেই কাজ করছে না।কৃষকরা মনে করছেন, নতুন কৃষি আইন কার্যকর হলে তাঁরা কর্পোরেট সংস্থার উপর নির্ভরশীল থাকতে বাধ্য হবেন। অন্যদিকে সরকার বলছে ঠিক তার উল্টো কথা। তাই সরকারের উচিত ছিল, পুরো বিষয়টি নিয়ে কৃষকদের মধ্যে যে ধোঁয়াশা রয়েছে তা দূর করা।
সরকার কৃষকদের এটা বলতে পারত যে, আমরা আপনাদের সব দাবির সঙ্গে একমত নই। কিন্তু আপনাদের সমস্যার কথা আমরা শুনছি। আমরা নিশ্চিতভাবেই আপনাদের সেই সমস্যা দূর করব। পুরো বিষয়টি চূড়ান্ত করার আগে আমরা সংসদে আলোচনাও করব। উল্লেখ্য, নরেন্দ্র মোদি সরকার সম্প্রতি নতুন তিন কৃষি আইন তৈরি করেছে।
সেই তিন আইন অবিলম্বে বাতিলের দাবিতে নভেম্বরের শেষ দিক থেকে দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছে হাজার কৃষক। প্রতিদিনই বাড়ছে বিক্ষোভকারীর সংখ্যা। কেন্দ্রের সঙ্গে একাধিকবার আলোচনা হলেও এখনও সেই সমস্যা মেটেনি। এই পরিস্থিতিতে কেন কৃষক সমস্যা মিটেছে না তা নিয়ে মুখ খুললেন এই অর্থনীতিবিদ।