অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। তিন কৃষি আইন বাতিল করার দাবিতে কৃষকদের প্রতিবাদ আন্দোলন যখন ক্রমশই জোরদার হচ্ছে সেই সময় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানালেন, কৃষকরা নতুন কৃষি আইনকে সমর্থন করছেন। মঙ্গলবার কৃষকদের একাংশ তাঁর সঙ্গে দেখা করে নতুন কৃষি আইনকে সমর্থন করার কথা জানিয়েছেন বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন।
তবে এ দিনের বৈঠকে কৃষক প্রতিনিধিদের সঙ্গে তাঁর কী আলোচনা হয়েছে সে বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি। একইভাবে মন্তব্য করেনি ভারতীয় কিষান ইউনিয়নের প্রতিনিধিরাও। মঙ্গলবার দুপুরে নয়াদিল্লির কৃষি ভবনে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তোমরের সঙ্গে বৈঠক করেন ভারতীয় কিষান ইউনিয়নের প্রতিনিধিরা।
দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে কথাবার্তা হয়। ওই বৈঠক শেষে কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের একাংশ নতুন কৃষি আইনকে সমর্থন করছেন। কিছু মানুষ তাঁদের ভুল বুঝিয়েছিল। সে কারণেই ওই কৃষকরা এতদিন আন্দোলন করছিলেন। কৃষিমন্ত্রী আরও বলেন, আজ যে কৃষকরা আমার সঙ্গে দেখা করেছিলেন তাঁরা প্রত্যেকেই তিন কৃষি আইনকে সমর্থন করছেন। তাঁরা সকলেই সরকার ও এই আইনের পক্ষেই আছেন।
কিন্তু কিছু মানুষ ও রাজনৈতিক দল তাঁদের ভুল বুঝিয়ে ছিল। সে কারণেই তাঁরা আন্দোলনের পথে নেমেছিলেন। এই মুহূর্তে ওনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। তাই তাঁরা সরকারকে সমর্থন করার কথা বলেছেন। আশা করি, খুব শীঘ্রই অন্য কৃষকরাও এই বিষয়টি বুঝতে পারবেন এবং তাঁরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেবেন।