স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ ডিসেম্বর।। কাশিপুর বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে এবং ৯নং ওয়ার্ডের সহযোগিতায় মঙ্গলবার কাশিপুর বাজারে সাফাই অভিযান সংগঠিত করা হয়। এই সাফাই অভিযান এর আনুষ্ঠানিক সূচনা করেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী।
সাফাই অভিযান উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রতন চক্রবর্তী বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে স্বচ্ছ দেশ হিসেবে গড়ে তোলার জন্য যে অঙ্গীকার গ্রহণ করেছেন সেই অঙ্গীকারক বাস্তবায়িত করার ক্ষেত্রে এ ধরনের সাফাই অভিযান যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে।
সাফাই অভিযানে অংশ নিয়ে প্লাস্টিক বিরোধী দেশ গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।বিধায়ক শ্রী চক্রবর্তী বলেন করুণা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করেছি তাকে আগামী দিনেও বজায় রাখতে হবে। স্বচ্ছতা বজায় রাখার উপায় দেশ একটি স্বচ্ছ দেশে পরিণত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। প্লাস্টিক মুক্ত দূষণমুক্ত ভারত গড়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এই নতুন স্লোগান দেশকে আরো শক্তিশালী করবে বলেও তিনি আশা ব্যক্ত করেছেন।সচেতন নাগরিকদের পরিচ্ছন্ন মনোভাব গোটা দেশকে পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে তুলতে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।আগামী দিনগুলোতেও এ ধরনের স্বচ্ছ ভারত অভিযান অব্যাহত রাখতে সচেতন নাগরিকদের প্রতি বিধায়ক রতন চক্রবর্তী আহ্বান জানিয়েছেন।