স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ ডিসেম্বর।। রাজধানীর বনেদি স্কুল গুলির মধ্যে একটি হল উমাকান্ত একাডেমি। মঙ্গলবার উমাকান্ত একাডেমীর ১৩১ তম প্রতিষ্ঠা দিবস। আর এই প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে এইদিন সকালে এক প্রভাতফেরির আয়োজন করা হয়। উমাকান্ত একাডেমী এলামুনির উদ্যোগে আয়োজিত এই প্রভাত ফেরি শুরু হয় উমাকান্ত একাডেমীর সামনে থেকে।
রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই প্রভাত ফেরি পুনরায় উমাকান্ত একাডেমীতে এসে শেষ হয়। কোভিড-19 এর নিয়ম মেনে হয় এই প্রভাত ফেরী। এইদিনের প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন উমাকান্ত একাডেমী এলামুনির অন্যতম সদস্য তথা বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী সহ অন্যান্যরা। তিনি জানান প্রতি বছর উমাকান্ত একাডেমীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করা হয়।
তারই অঙ্গ হিসাবে এইদিন প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান এই বিদ্যালয়টি রাজন্য আমলের বিদ্যালয়। পাশাপাশি তিনি বিভিন্ন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রিদের প্রতি আহ্বান জানান নিজের বিদ্যালয়ের সাথে নিবির সম্পর্ক রাখার জন্য।