অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। তবে কি টেনিসকে বিদায় বলতে যাচ্ছেন রজার ফেদেরার? তার একটি ছোট্ট মন্তব্যে টেনিস দুনিয়ায় আলোড়ন পড়ে গেছে। গত ৭৫ বছরে সুইজারল্যান্ডের সেরা ক্রীড়াবিদের পুরস্কার নিতে গিয়ে ফেদেরার বলে দিয়েছেন, ‘এখানে আসতে পেরে এবং এই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করতে পেরে খুবই আনন্দ হচ্ছে। আশা করি, আগামী বছর আমার থেকে অনেক কিছু দেখতে পাবেন আপনারা। কিন্তু এটাই যদি শেষ হয়, তাহলে এই শেষটা দুর্দান্ত হল।
‘শেষ কথাটা থেকেই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে। এমনিকে চলতি বছরটা মোটেই ভাল যায়নি ফেদেরারের। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে সরাসরি সেটে হেরে যান নোভাক জকোভিচের কাছে। এরপর তিনি হাঁটুতে চোট পান। জুনে ঘোষণা করেন, এ বছর আর তিনি কোর্টে নামবেন না। করোনার জেরে এবার উইম্বলডন হয়নি। আর ফরাসি ওপেন ও ইউএস ওপেনে তিনি নামেননি।
আগামী বছরের শুরুতে তার অস্ট্রেলিয়ান ওপেনে নামা নিয়েও রয়েছে সংশয়। ২০টি গ্র্যান্ড স্লামের মালিক আরো বলেছেন, তিনি শতভাগ ফিট নন। আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেন জানুয়ারির বদলে ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা। কিন্তু যা পরিস্থিতি, তাতে ফেদেরারের অংশ নেওয়ার সম্ভাবনা ক্রমশ কমছে। তার ওপর এই মন্তব্যে অবসর জল্পনা আরো বাড়ল।