প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। আগামী বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিটেনের প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সেদেশের বিদেশ সচিব ডোমিনিক র‍্যাব। আগামী বছর প্রজাতন্ত্র দিবসের মুখ্য অতিথি হবেন বরিস জনসন।

তথ্য বলছে, ১৯৯৩ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে এসেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর। এর প্রায় তিন দশক পর কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে আসতে চলেছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। ভারতের পাঠানো আমন্ত্রণ গ্রহণ করে বরিস জনসন বলেছেন, ‘ব্রিটেনের জন্য আগামী বছর খুবই গুরুত্বপূর্ণ। ভারতের অতিথি হতে পারব ভেবে আমি উচ্ছ্বসিত।

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যা আলোচনা হয়েছে সেই মতোই আমরা দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাব।’নভেম্বরেই টেলিফোনিক কথোপকথনে বরিস জনসনকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। আগামী বছরে ব্রিটেনে জি-৭ সামিটে যোগ দেওয়ার জন্যও মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন বরিস জনসন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?