অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। বল বিকৃতি কাণ্ডে এক বছরের নির্বাসন শেষ করে তিনি ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথমবার দেশের মাঠে খেলতে নামছেন। বৃহস্পতিবার অ্যাডিলেডে প্রথম টেস্ট শুরুর আগেই স্টিভ স্মিথকে আবারও নেতৃত্বে ফিরিয়ে আনা উচিত বলে দাবি তুলে দিলেন অ্যালান বর্ডার।
প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক মনে করেন, বল বিকৃতি কাণ্ডের পরে স্মিথের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে তা মোটেই কাঙ্ক্ষিত ছিল না।এক অনুষ্ঠানে বর্ডার বলেছেন, “স্মিথকে আবারও নেতৃত্বে ফেরানো নিয়ে আলোচনা শুরু হওয়া উচিত বলে আমি মনে করি।
সত্যি বলতে, এই ব্যাপারে আমি ওর পাশেই থাকব। হতে পারে বল বিকৃতি কাণ্ডের ফলে অনেক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। অনেক কিছুর পরিবর্তনও হয়েছে। কিন্তু তার পরেও কি স্মিথকে আরও একবার অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা যায় না? এই সিরিজে ও যদি বড় রান করতে পারে, তবে আমি মনে কর ওকেই আবার অস্ট্রেলিয়া দলের দায়িত্ব তুলে দিতেই হবে।”এই মুহূর্তে স্মিথের বয়স ৩২ বছর।
ফলে তাঁকে দায়িত্বে না এনে নতুন কাউকে সেই জায়গায় বসালেই কি উপকৃত হবে না অস্ট্রেলীয় ক্রিকেট? বর্ডার মনে করেন, তেমন কোনও যোগ্য মুখ তাঁর চোখে পড়েনি। তিনি বলেছেন, “আসলে স্মিথের সঙ্গে খুবই দুর্ব্যবহার করা হয়েছে বল বিকৃতি কাণ্ডের পরে। স্মিথ কিন্তু সমস্ত কিছু মুখ বন্ধ রেখে মেনে নিয়েছে।
তাই আমার মনে হয়েছে, ওকে আর একবার অধিনায়কত্ব দেওয়া যেতেই পারে। আর সেটা না হলে এখন থেকে প্যাট কামিন্সকে সেই জায়গায় তুলে আনা যেতে পারে। ও বিশ্বের এক নম্বর ফাস্ট বোলার, ফলে দলকে পরিচালনা করতেই পারে। তবে এই মুহূর্তে স্মিথকেই আবার আগের জায়গা ফিরিয়ে দিলে উপকৃত হবে অস্ট্রেলীয় ক্রিকেট।”