কৃষি বিলের ইতিবাচক দিক নিয়ে সাংবাদিক সম্মেলন বিজেপির

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ ডিসেম্বর।। কৃষি বিলের মাধ্যমে অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন করা হয়েছে। সংস্থাগুলি যাতে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী গুদামজাত করতে পারে তার জন্য এই ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। যাতে সামগ্রী গুলি নষ্ট না হয়ে যায়। কৃষির বাণিজ্যিকীকরণ ঘটলে কৃষকের সমস্যায় পড়তে হয় না। বিজেপি দল ও কেন্দ্রীয় সরকার এক দেশ এক রেশন এই ব্যবস্থা চালু করতে চায়। একরাত্রির অতিরিক্ত কৃষি সামগ্রী যাতে অন্যরা যে বিক্রি করা সম্ভব হয় তার জন্য কৃষি আইনে সংশোধন করা হয়েছে। মানুষের কাছে এই কৃষি আইন এর প্রচার পৌঁছে দিতে হবে। মধ্যস্বত্বভোগীদের জন্য দিল্লিতে আন্দোলন চলছে। সরকার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেছে ।

এরপর বৈঠকের স্পষ্টই করন দেওয়া হয়েছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কৃষি আইন নিয়ে বলতে গিয়ে একথা বলেন বিজেপির সদর শহরাঞ্চল জেলা কমিটির সভাপতি অলক ভট্টাচার্যী। বিভ্রান্তি ছড়ানো অপকৌশল নেওয়া হয়েছে বিরোধীদের পক্ষ থেকে। এ ক্ষেত্রে সতর্ক রয়েছে দল। রাজ্যের কৃষকদের বোঝানো হয়েছে। কোনভাবেই রাজ্যে অসুস্থ বাতাবরণ তৈরি করতে দেয়া হবে না। ইতিমধ্যেই লিফলেট বিলি করা হচ্ছে। পথ সভা করা হবে বিভিন্ন স্থানে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র প্রবীর চক্রবর্তী। কৃষির উন্নতির জাতির সমৃদ্ধি এই বার্তাকে সামনে রেখে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি সদর শহরাঞ্চল জেলা কমিটি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?